বাংলাদেশে এই প্রথম হেভি ইকুয়েপমেন্ট এর ওপর হাতে-কলমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট।
বাংলাদেশে এই প্রথম Meelbd.com দিচ্ছে হেভি ইকুয়েপমেন্ট এর ওপর হাতে-কলমে প্রশিক্ষণ ও সার্টিফিকেট। যশোরে অবস্থিত আমাদের প্রতিষ্ঠান মামুন ইকুইপমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ এর মাধ্যমে আমরা ব্যবস্থা করেছি সকল ধরণের হেভি ইকুয়েপমেন্ট চালনার প্রশিক্ষণ কার্যক্রমের।
আমাদের কাছে সুলভ ফি তে পাচ্ছেনঃ
✓বুলডোজার, ট্রেইলার ট্রাক, হাইড্রোলিক পাইল, রিগার সিগন্যালিং
✓ স্টিল ফিকচ্যার, পেভার মেশিন, এক্সেভেটর, মোবাইল ক্রেন, ফর্কলিফট মেশিন,
✓ পেলোডার, জে.সি.বি, ডাম্পট্রাক, রোলার, পাইলিং মেশিন, গ্যান্টিকেন
সহ সকল ধরণের হেভি মেশিন চালনার প্রশিক্ষণের সুবিধা। আমাদের প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকার অনুমোদিত ও রেজিষ্টার্ড। প্রশিক্ষণ শেষে পাবেন সার্টিফিকেট যা প্রদর্শন করে আপনি দেশ ও দেশের বাইরে এসকল মেশিনের যে কোনো একটি পরিচালনা করে মাসে কয়েক লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।
আমাদের ট্রেনিং ফি খুবই কম যা সকলের সাধ্যের মধ্যেই। তাই বেকার না থেকে হেভি ইকুয়েপমেন্ট পরিচালনা শিখে দেশ ও বিদেশে অর্থ উপার্জন করে নিজের, পরিবারের ও দেশের জন্য মঙ্গল বয়ে আনুন।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানাঃ
মামুন ইকুইপমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ-
চাকলাদার ভবন(৫ম তলা), পালবারি মোড়, যশোর।
ফোনঃ 01730592264, 01730592266